Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

শিরোইল বাস স্ট্যান্ড হতে কামারুজ্জামান চত্বর হয়ে রাজশাহী নওগাঁ মহা সড়ক পথে নওদাপাড়া আমচত্বর পার হয়ে পবা উপজেলা কমপ্লেক্সর অবস্থান।

দূরুত্বঃ ৫ কিলোমিটার, ভাড়াঃ ৫০/-( অটোরিক্সা)

রাজশাহী থেকে

রাজশাহী শহরের সার্কিট হাউজ থেকে ৮ কিঃ মিঃ, সাহেব বাজার হতে ৭ কিঃ মিঃ, লক্ষীপুর হতে ৭.৫ কিঃ মিঃ এবং রেলগেট (কামরুজ্জামান চত্বর ) হতে ৪ কিঃ মিঃ। অটোরিক্সায় বা রিক্সায় ৩০ টাকা হতে ৮০ টাকা ভাড়া।

রেলপথ 

ঢাকা হতে আন্তনগর সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস যোগে রাজশাহী রেল ষ্টেশনে নেমে ৫০/- টাকা  অটোরিক্সা ভাড়ায় পবায় আসা যাবে।  এ ছাড়া দামকুড়া ইউনিয়নের শিতলাই এবং হরিঅনে রেলষ্টেশন আছে।

আকাশ পথ

ঢাকা হতে সপ্তাহে দুই দিন বেসরকারী ইউনাইটেড এয়ারওয়েজ রাজশাহীতে সার্ভিস পরিচালনা করে।

 

উপজেলা ভূমি অফিস

উপজেলা চত্তর, পবা উপজেলা পরিষদ, পোঃ পবা, থানাঃ পবা, জেলাঃ রাজশাহী। 

ফোন       :        ০৭২১৮০০০৫৫

মোবাইল :       ০১৭৩৩৩৫২০০৪, ০১৭২২১১২৯১৫    01722112915

ওয়েব   :        http://acl.paba.rajshahi.gov.bd